News:

“স্বশিক্ষাই আত্মনির্ভরশীল শিক্ষা” ব্যবহারিক শিক্ষার কোন বিকল্প হতে পারেনা। তাই স্বশিক্ষায় জাতিকে শিক্ষিত করতে হলে, আমাদের আত্মনির্ভরশীল শিক্ষা পদ্ধতি প্রয়োগ করা প্রয়োজন। কারন প্রয়োগযোগ্য শিক্ষাই পারে শিক্ষার মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে, অন্ধকার থেকে আলোর পথে চলতে এবং স্বনির্ভরশীল হতে।
“সুশিক্ষাতেই জাতির মুক্তি” একজন সুশিক্ষিত ব্যাক্তি জাতির সম্পদ। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সুশিক্ষিত জাতি গড়া একান্ত আবশ্যক। কারন সুশিক্ষিত জাতিই হবে দেশের অহংকার ও গৌরব, যাদের রুপকার একটি আদর্শ সমাজ, সচেতন অভিভাবকগন এবং মননশীল শিক্ষকমন্ডলি।
“হ্যরিটেজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ” হচ্ছে ঐ গৌরবময় ও আত্মনির্ভরশীল জাতি গড়ার কারিগর যার মূল উদ্দেশ্যই মননশীল বিদ্যা, ব্যবহারিক জ্ঞান ও নৈতিক শিক্ষার দ্বারা এমন এক সুশিক্ষিত ও স্বশিক্ষিত জাতি তৈরি করা, যারা হবে “চির উন্নত মম শির”।

অধ্যক্ষ
এম. আর. খান
বি.এ অনার্স, এম.এ (ইংলিশ), বি.এড, এম.এড